এই পোস্টটিতে আপনি গোসলের ফরজ কয়টি ও কি কি জানতে পারবেন। কেননা গোসল একটি গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “তোমরা যখন অপবিত্র হও, তখন তোমরা নামাজের কাছেও যেও না।“
তো আমরা পবিত্র হয়েই নামাজ আদায় করব, নামাজে অংশগ্রহণ করব। তো পবিত্র হতে হলে আমাদেরকে গোসল শিখতে হবে। তাই এই পোস্টে গোসলের ফরজ সম্পর্কে আলোচনা করা হবে।
গোসলের ফরজ কয়টি ও কি কি
গোসলের ফরজ ৩ টি। যথাঃ
- ১। কুলি করা (এবং গড়গড়া সহিত ৩ বার কুলি করা সুন্নুত)
- ২। নাকের নরম জায়গায় পানি পৌছানো (এবং নাকের ভেতরের শুকনা ময়লা ভালোভাবে পরিষ্কার করা ও নাকে ৩ বার পানি পৌছানো সুন্নত)
- ৩। সমস্থ শরীর ভালোভাবে ধৌত করা যেন কোনো অঙ-প্রত্যঙ শুকনো না থাকে। যদি কোনো অঙ-প্রত্যঙ শুকনো থাকে আর আমার এই গোসল যদি ফরজ গোসল হয়, তাহলে আমার ফরজ আদায় হলো না, ফরজ আদায় না হওয়ার কারণে আমি পবিত্র হতে পারলাম এবং এই অপবিত্র অবস্থায় আমি নামাজও আদায় করতে পারব না। কেননা হাদিসের মধ্যে আসছে অপবিত্র অবস্থায় কোরআন ও নামাজ পড়া যাবে না।
এই পবিত্র হওয়ার লক্ষে আমরা অজু – গোসল ভালোভাবে শিখব এবং আজকে যে গোসলের ফরজগুলো আলোচনা করা হলো আমরা সকলে এই আলোচনাকে সুন্দর ও ভালোভাবে মুখস্থ করে আয়ত্ব করে নিব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ফরজগুলো জেনেশুনে-বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, আমিন।