ফ্লিবান ট্যাবলেট হলো একটি ফ্লিবানসারিন গুপের একটি ঔষধ। এটি মহিলাদের একটি ঔষধ। মহিলাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা কম থাকে তাদের জন্য নির্দেশিত। ফ্লিবানসারিন মেনোপজপূর্ববতী মহিলাদের যৌন সমস্যা ভালো কাজ করে থাকে।
তবে এই ঔষধ সেবন করলে যে সকল মহিলাদের যৌন আকাঙ্ক্ষা অনেক অনেক কমে যায়, ইচ্ছে হয় না, আর হলেও ভালো লাগে না, মোট কথা হলো চাহিদা কমে যাওয়া, তাদের জন্য স্কয়ার কোম্পানি নিয়ে এলো ফ্লিবান ট্যাবলেট। এটি অনেক ভালো কাজ করে তাকে। নিয়মিত ব্যবহারে অনেক ভালো ফল পাবেন আশা করি। তবে আপনার সমস্যা শেষ হলে চিকিৎসা পরামর্শ নিয়ে ছেড়ে দিবেন।
ফার্মাকোলজি
ফ্লিবানসারিন এর 5-HTA1 এবং 5- HTA2 রিসেপটরের সাথে অনেক আসক্তি থাকার কারনে এটি 5-HTA1 এর কার্যকারিতা বাড়ায় এবং 5- HTA2 এর কার্যকারিতা কমায়। যার ফলে এটি মস্তিষ্কে সেরোটোনিন এর কার্যকারিতা কমায় এবং নরইপিনিফ্রিন এবং ডোপামিন এর কার্যকারিতা বাড়ায়।
প্রতিনির্দেশন
অ্যালকোহল এর সাথে ব্যাবহার
ফ্লিবানসারিন ও অ্যালকোহল একসাথে ব্যবহারের ফলে তীব্র হাইপোটেনশন এবং সিনকোপ বেড়ে যেতে পারে এই দিকে ভালো নজর রাখতে হবে। যার ফলে ফ্লিবানসারিন এর সাথে অ্যালকোহল প্রতিনির্দেশিত।
নিদের্শনা
ফ্লিবানসারিন মেনোপজা পূর্ববর্তী মহিলাদের, যাদের যৌন মিলনের আকাঙ্ক্ষা অনেক কম থাকে তাদের জন্য নির্দেশিত।
এই সমস্যাটি মহিলাদের শুরু থেকেই থাকতে পারে অথবা নতুন করে তৈরি হতে পারে। এই সমস্যাটি নিম্নলিখিত সমস্যার সাথে সম্পর্কে যুক্ত হওয়া যাবে না এটা খেয়াল রাখতে হবে—
- মানসিক অথবা ঔষধ জনিত কারণে।
- দাম্পত্য সমস্যা কারনে
- ঔষধ জনিত কারণে হতে পারে।
মাঝারি বা তীব্র CYP3A4 ইনহিবিটস এর সাথে ব্যবহার
ফ্লিবানসারিন এর সাথে মাঝারি বা তীব্র CYP3A4 ইনহিবিটর ব্যবহার ফ্লিবানসারিন এর ঘনত্ব বেড়ে যায় যা তীব্র হাইপোটেনশন এবং সিনকোপ ঘটাতে পারে। যা ফলে মাঝারি বা তীব্র CYP3A4 ইনহিবিটর এর সাথে অ্যালকোহল নেওয়া রোগীর জন্য প্রতিনির্দেশিত।
হেপাটিক ইমপেয়ারমেন্ট রোগীদের ক্ষেত্রে
এই রোগীদের ক্ষেত্রে ফ্লিবানসারিন ব্যবহারে ফ্লিবানসারিন এর ঘনত্ব যেতে পারে যা রোগীর তীব্র হাইপোটেনশন এবং সিনকোপ ঘটাতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার
গর্ভকালীন সময়ে ফ্লিবানসারিন এর উপর কোনো গ্রহণযোগ্য পরীক্ষা হয়নি যা বলতে পারে যে মানুষের ক্ষেত্রে কোন ঔষধ সম্পর্কিত ঝুঁকি আছে কিনা। পশুদের ক্ষেত্রে সেটা শুধুমাত্র তখনই হবে যখন মায়ের বিষক্রিয়া ও তার সাথে ওজন বৃদ্ধি পায় এবং নিদ্রা কমে আসে তখন।
অন্যান্য ঔষধের সাথে প্রতিক্রিয়া
ওরাল কন্ট্রোসেপটিভ এবং অন্য দুর্বল CYP3A4 প্রতিবন্ধক
ফ্লিবানসারিন এর মাত্রা বাড়িয়ে দেয় যা নিম্ন রক্তচাপ, অজ্ঞান ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অবসন্ন ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
CYP3A4 উদ্দীপক
ফ্লিবানসারিন সুপার করা হচ্ছে না। ফ্লিবানসারিন এর মাত্রা অত্যধিক কমে যায়। ডিগক্সিন এর মাত্রা বেড়ে যায় যা কিনা ডিগক্সিন এর বিক্রিয়া বাড়িয়ে দেয়।
বিরূপ প্রতিক্রিয়া
সবথেকে সাধারণ বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে মাথা ঘুরা, নিদ্রাচ্ছন্নতা, বমি বমি ভাব, অবসাদ, নিদ্রাহীনতা এবং শুষ্ক মুখ হতে পারে। এতে কোন বয় নেই কিছু সময়ের পর ঠিক হয়ে গেছে।
সতর্কতা
হাইপোটেনশন এবং সিনকোপ এর সাথে ফ্লিবানসারিন
যে সকল রোগীর প্রি- সিনকোপ আছে তাদের অতি দ্রুত শুয়ে পড়তে হবে এবং জরুরী চিকিৎসার পরামর্শ ও চিকিৎসা নিতে হবে যদি উপসর্গ না কমে।
সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেশন
তন্দ্রা বা ঘুম হতে পারে ফ্লিবানসারিন এর কারনে। অন্য সিএনএস ডিপ্রেশন এর সাথে ব্যবহারেও ফ্লিবানসারিন এর ঘনত্ব বেড়ে যেতে পারে। রোগীর ভারী কাজ এড়াতে হবে ঔষধ খাওয়ার ৬ ঘন্টা না হওয়া পর্যন্ত এবং রোগীর নিজে তার অবস্থান না বুঝা পর্যন্ত। কোন ধরনের ভারি কাজ করা যাবে না করলে সমস্যা হবে। চিকিৎসা পরামর্শ সব সময় নিতে হবে।
সরবরাহ
প্রতিটি প্যাকেটে আছে ১০টি ট্যাবলেট অ্যালু ব্লিস্টার প্যাকে।
সংরক্ষণ
- ৩০* সে. তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন।
- আলো ও আর্দ্রতা থেকে দৃরে রাখুন।
- সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।