নামাজ পড়ার জন্য অবশ্যই কিছু নামাজের ছোট সূরা সমূহ জানা থাকা প্রয়োজন। আর নামাজ আদায়ের জন্য সূরা কিরাত পড়া ফরজ।
নামাজ ভাঙার কারন গুলোর মধ্যে প্রথম কারন হলো অশুদ্ধ কিরাত পড়া। তাই প্রত্যেক মুসলমানকে নামাজে ব্যবহৃত ছোট সূরা র মধ্যে কমপক্ষে ৫টি সূরা জানা থাকা প্রয়োজন। নামাজে ব্যবহৃত ছোট সূরার ৫টি সূরা ভালো ভাবে জানা থাকলে অবশ্যই নামাজে কিরাত পড়ার সময় ভুল হবে না।
তাই সবাইকে সূরাগুলো মুখস্ত করা প্রয়োজন।
নামাজে সূরা ফাতিহার পর কমপক্ষে বড় একটি আয়াত অথবা, ছোট তিনটি আয়াত বা এর সমপরিমাণ সূরা পাঠ করতে হবে।
নামাজের ছোট সূরা সমূহ
1. সূরা ফাতিহা
উচ্চারণ: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। আর রাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দিন। ইয়্যাকা না’বুদু. ওইয়্যাকা নাসতাঈন। ইহ্দিনাছ ছিরাত্বাল মুসতাকীম। ছিরাত্বাল্লাযিনা আন্আমতা আলাইহিম ৷ গইরিল মাগদ্ধুবি আলাইহিম ওয়ালাদ্ধা-ল্লী-ন (আমিন)।
2. সূরা নাস
উচ্চারণ: কুল আউযু বিরাব্বিন্নাস মালিকিন নাস। ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াস ওয়িসু ফী সুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান্নাস।
3. সূরা ফালাক্ব
উচ্চারণ: ক্বুল আউযু বিরাব্বিল ফালাক্ব৷ মিন শাররি মা খালাক্ব৷ ওয়ামিন শাররি গাসিক্বিন ইযাওয়াক্বাব৷ ওয়ামিন শাররিন নাফফাছাতি ফিল উক্বাদ৷ অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
4. সূরা ইখলাস
উচ্চারণ: ক্বুল হুওয়াল্লাহু আহাদ৷ আল্লাহুছ ছামাদ৷ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ৷ ওয়ালাম ইয়াকিল্লাহু কুফুওয়ান আহাদ৷
5. সূরা লাহাব
উচ্চারণ: তাব্বাত ইয়াদা আবী লাহাবিও ওয়াতাব্বামা-মা-আগনা আনহু মা-লুহু ওমা কাসাব৷ সাইয়াছলা নারান যা-তা লাহাবিও ওমরা আতুহু হাম্মালাতাল হাত্বাব৷ ফী-জ্বীদিহা হাবলুম মিম মাসাদ৷
6. সূরা নাসর
উচ্চারণ: ইযা-জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফীদীনিল্লাহি আফওয়াজা৷ ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস তাগফিরহু৷ ইন্নাহু কানা তাউয়্যাবা৷
7. সূরা কাফিরুন
উচ্চারণ: কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন লা-আবুদু মা তা বুদুন ওয়ালা আংতুম আবিদুনা মা আবুদ৷ ওলা লা আনা আবিদুম মা -আবাত্যুম আবিদুনা মা -আ বুদ৷ লাকুম দীনুকুম অলিয়া দ্বীন৷
8. সূরা কাওসার
উচ্চারণ: ইন্না আ তাইনা কালকাওছার ফাছাল্লি লি রাব্বিকা ওয়ানাহার ইন্না শা-নিয়াকা হুয়াল আবতার৷
9. সূরা মা’উন
উচ্চারণ: আরায়াইতাল্লাজি ইউকাযযিবু বিদ্দীন, ফাযালিকাল্লাযী ইয়াদু’য্যুল ইয়াতীম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তো য়ামিল মিসকীন, ফাওয়াইলুল্লিল মুছাল্লীন। আল্লাযীনা হুম আনছলাতিহিম্ সাহুন। আল্লাযীনা হুম্ ইউরা-উনা ওয়া ইয়ামনা য়ূনাল মাউন।
10. সূরা কূরাইশ
উচ্চারণ: লিঈলাফি ক্বূরাইশিন। ঈলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াছ্ছাইফি। ফালইয়া’বুদু রাব্বাহাযাল বাইত। আল্লাযী আত্ব’আমাহুম মিন জু-ইও ওয়া আমানাহুম মিন খাওফ৷
11. সূরা ফীল
উচ্চারণ: আলাম তারা কাইফা ফা’আলা রাব্বুকা বিআসহাবিল ফী-ল। আলাম ইয়াজ’আল কাইদাহুম ফী তাদ্বলীলিও। ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবাবীল। তারমীহিম বিহিজারাতিম মিন ছিজ্জলিন। ফাজা-আলাহুম কা’আছফিম মা’কুল।
12. সূরা ক্বদর
উচ্চারণ: ইন্না আনযালনাহু ফী লাইলাতিল ক্বাদরি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল ক্বদরি লাইলাতুল ক্বদরি খাইরুম মিন্’আলফি শাহর তানায যালুল মালাইকাতু ওয়ার রুহ ফিহা বিইযনি রাব্বিহীম মিনকুল্লি আমরিন। সালাম । হিয়া হাত্তা মাত্বলাইল ফাজ্বর।
শেষ কথা
ইবাদতের মধ্যে বড় ইবাদত হলো নামাজ। নামাজ পড়ার জন্য অবশ্যই কিছু নামাজে ব্যবহৃত ছোট সূরা শিখা প্রয়োজন। তাছাড়া নামাজ সম্পুর্ন হবেনা তাই সঠিকভাবে নামাজে ব্যবহৃত ছোট সূরা গুলো মুখস্ত করতে হবে নামাজে ব্যবহৃত ছোট সূরা গুলো ভালো ভাবে মুখস্ত করলে সেগুলো সটিক ভাবে নামাজে পড়া সম্ভব হবে তাই মুখস্ত করা সর্বোউওম।
Sura Kafirun Bul ache!!