Smartphone এ আমরা অনেক সময় না বুঝে, না শুনে অনেক ধরনের App Install করে থাকি, কিছু App কাজের চাইতে অনেক বেশি ক্ষতি করে থাকে আমাদের অজানতে।
এমন নয় যে সব App আপনার Smartphone কে ক্ষতি করে , কিছু কিছু App আছে যা আপনার personal information কালেক্ট করে, আপনার Privacy কে রিস্কির মধ্যে ফেলে দেয়।
আপনি লক্ষ্য করে দেখবেন যে, যে App গুলো আপনার ফোনে দেওয়াই আছে এগুলো শুধু শুধু Installed করে আপনার ফোনে স্টোরেজ নষ্ট হচ্ছে, এবং এগুলো Background এ রান করছে। আপনার ফোনে চার্জ নষ্ট হচ্ছে। তাই এগুলো ব্যবহার না করাই ভালো।
এমন কিছু রিস্কি App নিয়েই আজকে আমরা আলোচনা করব।
আপনার ফোনে যদি এই App গুলো থাকে, তাহলে আমি সাজেস্ট করব এই App গুলো ডিলেট করে দিতে বা Unistall করে দিতে।
তাহলে চলুন একে একে আমরা এই অ্যাপগুলো সম্পর্কে জানতে থাকি।
যেসব অ্যাপ মোবাইলের জন্য ক্ষতিকর
1. UC Browser
আমরা প্রথমে যে App সম্পর্কে জানব তা হলো – UC Browser. অনেকেই পছন্দ এই App টি। এই App সম্পর্কে অনেক বিভিন্ন Server এনালাইস করে প্রমান পাওয়া গিয়েছে যে, এই App সরাসরি আপনার মোবাইলের লোকেশন, আপনার Personal information এবং আপনার মোবাইলের IMEI ও IMSI ট্র্যাক করে।
আপনার লোকেশন ট্র্যাক করে এবং আপনার মোবাইল দিয়ে কি কি ব্রাউজ করেছেন সেগুলো কালেক্ট করে নেই, আর আপনাকে না জানিয়ে আপনার সব তথ্যগুলো কালেক্ট করে নিয়ে যায়। এটাকে চুরিই বলা যায়।
আর এই ডাটাগুলো সরাসরি কালেট করে পাস করে দেয় Alibaba.com এর কাছে। এটার রেজাল্ট হলো, UC Browser দিয়ে যদি কোন কিছু সার্চ করে থাকেন, তাহলে আপনার ফোনের সব App এর মধ্যে সেগুলোর এডস্ দেখতে পাবেন আর এগুলো সরাসরি Alibaba.com থেকে আসে।
যে App আপনার সার্চ হিস্টোরি, লোকেশন, Personal information কালেক্ট করে এই App ব্যবহার করা কতটা বুদ্ধিমানের কাজ একটু ভেবে দেখুন।
আমি সাজেস্ট করব google এর যে App আছে এগুলো ব্যবহার করার, এর মধ্যে আছে google Chrome ব্যবহার করাটাই মনে হয় সবচেয়ে ভালো।
2. Optimizations App
Ram Booster, Ram Cleaner. Battery Saver, Memory Cleaner.
আপনি দেখেন এই App গুলো যদি আপনি Installed করে থাকেন, তাহলে এগুলো আপনার ফোনের বারটা বাজিয়ে ফেলবে, এই ধরনের App গুলো শুধু শুধু Installed করে আপনার ফোনের চার্জ নষ্ট হচ্ছে, এগুলো আপনার ফোনে দেওয়াই আছে।
এ অ্যাপগুলো আপনার ফোনের স্টোরেজ নষ্ট করছে,, আপনার ফোনে Background এ রান করছে। এই App গুলো ব্যবহার না করাই ভালো এতে আপনার ফোন দ্রুত রান করতে সমস্যা করবে।
3. Third Party Apps
Third Party Apps বলতে বুঝি যে App গুলো Google playstore পাওয়া যায় না এবং পাওয়া গেলেও free version টা নেই তরপর আমরা Third Party থেকে Apk ফাইলটা ডাউনলোড করে আমাদের ফোনে Installed করে নেই। আসলে Unknown কোন website থেকে কোন App ডাউনলোড করে চালানো রিসকি হয়ে যায়। কারন এগুলোর মাধ্যমে আপনার ফোনে ভাইরাস সংক্রমণ করতে পারে, ভাইরাস ঢুকার একটা সুযোগ থাকে।
তারমানে এই না যে Playstore এর বাইরে কোন App ডাউনলোড ও ব্যবহার করা যাবে না।
কোন App ডাউনলোড করার আগে তার সম্পর্কে জেনে বুঝে ডাউনলোড করবেন। আপনি কিন্তু যে কোন App সম্পর্কে কে কি বলছে দেখতে পারেন। Google এ সার্চ করে যে কোন অ্যাপ এর সম্পর্কে জানতে পারবেন।
4. Antivirus software
Google playstore এ অনেক ধরনের Antivirus software পাওয়া যায়, এগুলো ব্যবহার করা তেমন কোন রিস্ক নাই, Unknown developer এবং Unknown সাইট থেকে এই Antivirus software ব্যবহার করা অনেক রিস্কি, কারন এই ধরনের App গুলোতে অনেক ধরনের ভাইরাস তাকে সেগুলো আপনার মোবাইলে সরাসরি এই App গুলোর মাধ্যমে ঢুকে যায়। এগুলো আপনার ফোনকে নষ্ট করে দিবে।
Antivirus software যদি ব্যবহার করতেই হয় তাহলে Playstore এ যে Antivirus software গুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন।
Antivirus Software এর ক্ষেত্রে আরও একটা ভালো অপশন আছে সেটা হলো Google playstore, Google play protect.
এই play protect দিয়ে মাঝে মাঝে আপনার ফোনটাকে যদি Scan করে নিতে পারেন, তাহলে অনেক ভালো হবে। আর অনেক ধরনের ভাইরাস থেকে আপনি আপনার ফোনকে ভালো রাখতে পারবেন।
5. Fast Charging App
অনেকে দাবি করে যে যদি আপনার ফোনে Fast Charging App Installed করা থাকে, তাহলে আপনার ফোন তারাতাড়ি চার্জ হবে। একটা জিনিস সব সময় মনে রাখবেন যে Fast Charging হওয়ার জন্য একটা ফোনের Hardware এর সাথে রিলেটেড।
যদি আপনার ফোনে Fast Charging অপশন দেওয়া তাকে তাহলেই আপনি Fast charging করতে পারবেন।
এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে জোকার ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইস রয়েছে।
যেসব অ্যাপ মোবাইলের জন্য ক্ষতিকর সেগুলোর নাম:–
1. বিচ ক্যামেরা ৪.২
2. মিনি ক্যামেরা ১.০.২
3. সার্টেন ওয়ালপেপার ১.০২
4. রেডওয়ার্ড ক্লিন ১.১.৬
5. এজ ফেস ১.১.২
6. অল্টার মেসেজ ১.৫
7. সবি ক্যামেরা ১.০.১
8. ডিক্লেয়ার মেসেজ ১০.০২
9. ডিসপ্লে ক্যামেরা ১.০২
10. র্যাপিড ফেস স্ক্যানার ১০.০২
11. লিফ ফেস স্ক্যানার ১.০.৩
12. ব্রড পিকচার এডিটিং ১.১.২
13. কিউট ক্যামেরা ১.০৪
14. ড্যাজল ওয়ালপেপার ১.০.১১
15. স্পার্ক ওয়ালপেপার ১.১. ১১
16. ক্লাইমেট এসএমএস ৩.৫
17. গ্রেট ভিপিএন ২.০১
18. হিউমার ক্যামেরা ১.১.৫
19. প্রিন্ট প্ল্যান স্ক্যান ১.০৩
20. অ্যাডভোকেট ওয়ালপেপার ১.১.৯
21. রুডি এসএমএস মড ১.১
22. ইগনাইট ক্লিন ৭.৩
23. অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক ১.১.২
এই ধরনের App গুলো সম্পর্কে ভালো করে জানবেন। জানার জন্য অনেক মাধ্যম আছে এগুলোতে গিয়ে ভালো করে জেনে শুনে আপনি বিভিন্ন App ব্যবহার করবেন। যে যে App গুলো আপনার ফোনের জন্য রিস্কি, এগুলোকে বাদ দিয়ে দিবেন।