Fexo 120 হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গুপের একটি ঔষধ।

fexo 120 কিসের ঔষধ
Fexo 120 Tablets

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ঔষধের কাজ হলো-

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড একটি হিস্টামিন বিরোধী উপাদান। এটি নিদিষ্টভাবে H1 রিসেপ্টরকে প্রতিরোধ করে।

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গ্রহনের পর দ্রুত শোষিত হয়। প্রতিদিন ২-৩ ঘন্টার মধ্যে সবোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায়।

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এর মধ্যে ৬০%-৭০% প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে।
এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত ১৪ ঘন্টা।

রাসায়নিক বার্তাবাহক (হিস্টামিন) এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে।মৌসুমি চুলকানি, অতিরিক্ত ঠান্ডা, নাখ দিয়ে পানি পড়া , জ্বর, ফোলাভাব এবং ফুসকুড়ির মতো অ্যালার্জির লক্ষণগুলির চিকিত্সা কাজ করে।

এক নজরে চলুন দেখে নিই এই পোস্টটি পড়ে আপনি কী কী জানতে:
হাঁচি
হাঁচি কাশি

Fexo 120 কিসের ঔষধ

Fexo 120 স্কয়ার কোম্পানির একটি ঔষধ।

Fexo 120 mg Tablet মৌসুমী এলার্জি চিকিৎসায় ব্যবহৃত একটি এন্টিহিষ্টামিন ঔষধ যা খুব দূত কাজ করে তাকে। এটি গলা বেথা ,নাক দিয়ে পানি পড়া, খিটখিটে চোখ, ঠান্ডা লাগা, সর্দি, চুলকানি এবং এলার্জি জাতীয় সমস্যায় জন্য এটি ব্যাবহার করে তাকে।

এখন Fexo 120 এটি কিসের ঔষধ তা জানব

ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড গুপের একটি ঔষধ। Fexo 120 এটি কাজ করে গলা বেথা, অতিরিক্ত ঠান্ডা, নাখ দিয়ে পানি পড়া, সর্দি, চুলকানি, এলার্জি আক্রমণের ঔষধ।

খাওজানি
চুলকানি হাওজানি

ঠান্ডা জাতির সকল ঔষধের কাজ করে এটি। অতিরিক্ত ধরনের ঠান্ডা জ্বর, নাক দিয়ে পানি পড়া, চুলকানি, মৌসুমি এলার্জি এই সকল রোগের কাজ করে।

Fexo 120 এর মাত্রা ও ব্যাবহারবিধি

Fexo 120 সিজনাল এলার্জি রাইনাটিস। এটি প্রাপ্ত বয়স্ক এবং ১২ বছরের বেশি বয়সের শিশুদের জন্য ঃ
দৈনিক একটি করে Fexo 120 মি.গ্রাম.ট্যাবলেট।

৬ থেকে ১১ বছর বয়সের শিশুদের জন্য:

দৈনিক দুইবার করে ৩০ মি.গ্রা. ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট খেতে হবে। বৃক্কীয় কাযকারিতা কমে গেলে ওষুধের মাত্রা নিধারন সতকতা অবলম্বন করা উচিত। ওরাল সাসপেনশন সিজনাল এলাজিক রাইনাইটিস।

২ থেকে ১১ বছরের শিশুদের জন্য:

দৈনিক দুইবার করে Fexo 120 না খেয়ে Fexo 60 খেতে হবে।
বৃক্কীয় কাযকারিতা কমে গেলে দৈনিক একটি করে Fexo 15ml.সাসপেনশন খেতে হবে।

গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করার নিয়ম

ফেক্সোফেনাডিন গর্ভাবস্থায় এর নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত জানা যায় নি। এটি খেলে কোন সমস্যা হয় না তরে ডাক্তার এর সাথে পরামর্শ নিয়ে খাবেন। গর্ভাবস্থায় ব্যবহারের প্রয়োজনীয়তা সঠিক ভাবে পযালোচনা করা দরকার।

Fexo 120 সাধারণ ৩০* সে. তাপমাত্রা নীচে সংরক্ষণ করুন।

অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া

ইরাইথ্রোমাইসিন অথবা কিটোকোনাজল এর সাথে ব্যবহার ফেক্সোফেনাডিনের প্লজমা ঘনত্ব বেড়ে যায়। এ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম সহ এন্টাসিট এর সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন এর শোষণ মাত্রা কমে যায়। কিছু ফলের রস ফেক্সোফেনাডিন এর কার্যকারিতা কমিয়ে দেয় সবটুকু।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *