মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় দাফনের আগে যেই নামাজ পড়া হয় থাকে  জানাযার নামাজ বলে। এই নামাজ (ফরজে “কেফায়াহ”) । এলাকার কিছু লোক আদায় করলেই  সকলের পক্ষ থেকে  আদায় হয়ে যায়। যেহেতু  এই জানাযার  নামাজ মৃত ব্যক্তির নাজাত ও মাগফিরাতের জন্য পড়া হয়। তাই আমাদের জানাযার নামাজের নিয়ম সম্পর্কে  জানতে হবে। জানাযার নামাজের নিয়ম ও নিয়ত সঠিকভাবে জানা থাকলে জানাযার নামাজও সঠিকভাবে আদায় করা হবে। নিচে জানাযার নামাজের নিয়ম ও নিয়ত এবং দোয়া দেওয়া হলোঃ

এই ব্লগটি পরলে আপনারা যে বিষয় গুলো সম্পর্কে জানতে পারবেন

  • জানাযার নামাজের নিয়ম।
  • জানাযার নামাজের নিয়ত।
  • জানাযার নামাজের বাংলা নিয়ত।
  • জানাযার নামাজের ছানা।
  • জানাযার নামাজের দোয়া।
  • জানাযার নামাজের দোয়া বাংলা অর্থ।
  • নাবালেগ বালকের জানাযার দোয়া।
  • নাবালেগ বালকের জানাযার দোয়া বাংলা অর্থ।
  • নাবালেগ বালিকার জানাযার দোয়া।
  • কবর জিয়ারতের দোয়া।
জানাযার নামাজের নিয়ম
জানাযার নামাজের নিয়ম

জানাযার নামাজের নিয়ম

মৃত ব্যক্তির  মাথা উত্তর দিকে রেখে  ছিনা ‘ বরাবর ইমাম দাড়িয়ে  এবং তাহার পিছনে ৩/৫/৭ কাতারে মুক্তাদী দাড়াবে। ইমামের  তাকবীরের পরে মুক্তাদীরা.নিয়ত করে হাত বাঁধিয়া নামায শুরু করিবে । এই নামাযের চার . তাকবীর বলা ও দাড়ানো ফরজ এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা ওয়াজিব ॥ আর ছানা, দুরুন্দ পড়া সুন্নাত। নামায আরাম্ভের  পূর্বে মুর্দা পুরুষ না মহিলা বয়স্কা না নাবালেগ তা মুসল্লীগণকে জানিয়ে  দিতে হবে । তারপর ইমাম চুপে চুপে নিয়ত পড়ে প্রথম তাকবীর বলে  নামায _ শুরু করবে, পরে মুক্তাদীরাও নামায শুরু করবে

জানাযার নামাজের নিয়ত

 নাইয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা” আরবায়া তাকবীরাতি ছালাতিল জানাযাতি  ফারদ্বিল কিফায়াতি আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবিয়্যি ওয়াদ্দুয়াউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলাজিহাতি কা’আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার

 জানাযার নামাজের বাংলা নিয়ত

 আমি আল্লাহর জন্য কেবলামুখী হইয়া ফরজে কিফায়া জানাযার  নামায  চার তাকবীরের সহিত এই ইমামের পিছনে আরম্ভ করিলাম, আল্লাহু আকবার –

 নিয়তের ভিতরে ওয়াদ্দুআ’উ লিহাযাল মাইয়্যেতির পরে ইমামকে বলতে  হবে “আনা ইমামুল লিমান হাদ্বারা ওয়া মাইয়্যাহদুরু” আর মুক্তাদীগণকে বলিতে হইবে (“ইক্বতাদাইতু ‘ বিহাযাল ইমামী”)

অর্থ

আমি এই ঈমামের ইকতিদা করিলাম। মুর্দা মহিলা হইলে, “লিহাযাল _ মাইয়্যিতি”এর জায়গায়  “লিহ যিহিল মাইয়্যিতি” বলতে হবে । তারপর  চুপে চুপে এই জানাযার নামাজের ছানা  পড়তে হবে।

জানাযার নামাজের ছানা 

 সুব্হানাকা  আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তায়া’লা জ্জাদ্দুকা  ওজাল্লা ছানাউকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

 তারপর দ্বিতীয় তাকবীর বলিয়া হাত না উঠিয়ে সকলে চুপে চুপে দুরুদ শরীফ পাঠ করবেন। (নামাযের দুরুদ শরীফ) তারপর  হাত না উঠিয়ে তৃতীয় তাকবীর বলিয়া সকলে নিছে দোওয়া দোয়া পরবেন।

জানাযার নামাজের দোয়া

 আল্লাহুমাগ ফির লিহাইয়্যিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদীনা ওয়া গরিবনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা মান আহ্‌ইয়াইতাহু মিন্না ফায়াহয়িহি আলাল ইসলামি ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওফফাহু আলাল ঈমান

জানাযার নামাজের দোয়ার বাংলা অর্থ

হে আল্লাহ! আমাদের ভিতরে জীবিত, মৃত,উপস্থিত, অনুপস্তিত বালক বৃদ্ধ পুরুষ-নারি সকলকে মাফ করে দাও। হে আল্লাহ! আমাদের ভিতরে  যাহাদেরকে জীবিত  রাখ ইলামের উপর  জীবিত  রাখিও এবং জাদের মৃত্যু দাও তাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করিও

নাবালেগ বালকের জানাযার দোয়া

 আল্লাহুম্মাজ আ’লহু লানা ফারত্বাও ওয়াজ আলহু লানা আজরাও ওয়া যুখাও ওয়াজ আলহু লানা শাফিয়াও ওয়া মুশাফফিয়া।

নাবালেগ বালকের জানাযার দোয়া বাংলা অর্থ

হে আল্লাহ! এই মুর্দাকে আমাদের পুরস্কার ও সম্বলের উছিলা বানাও। এবং উহাকে আমাদের (আখেরাতের জন্য)শাফায়াতকারী ওপ্রার্থনাকারী বানাও

নাবালেগ বালিকার জানাযার দোয়া

আল্লাহুমাজ আলহা লানা ফারতাও ওয়াজ আলহা লানা আজরাও ওয়া যুখরাও ওয়াজ আ’লহালানা শাফিয়াতাও ওয়া মুশাফফিয়াহ।

তারপর হাত না তুলিয়া চতুর্থ  তাকবীর বলিয়া ডানে ও বামে সালাম ফিরিইয়া নামায শেষ করতে হবে।

কবর যিয়ারতের দোয়া

 আসসালামু আলাইকুম ইয়া আহলাল  কুবুরি মিনাল্‌ মুসলিমীনা ওয়াল মু’মিনীনা আনতুম লানা সালাফু ওয়া নাহ্‌নু লাকুম তাবাউও ওয়া ইন্না ইন শাআল্লাহু বিকুম লাহিক্কুন। 

তারপর  সুরা ফালাক, ইখলাস, কাফিরুন তিনবার করিয়া, সুরা ফাতিহা একবার ও . দশবার দুরুদ শরীফ পাঠ করিয়া মুর্দার গুণাহমাফী ও বেহেশত নসীবের জন্য মোনাজাত  করা।

উপরে যে জানাযার নামাজের নিয়ম /নিয়ত /দোয়া গুলো  দেওয়া হয়েছে এগুলো ভালো  ভাবে  মুখস্ত করতে  পারলে অবশ্যই  জানাযার নামাজ সুদ্ধ হবে।

আর সদ্ধ ভাবে জানাযার নামাজের নিয়ম শিখে জানাজার নামাজ আধায় করলে মৃত ব্যক্তির জন্য এটি একটু হলেও কাজে আসতে  পারে। তাই জানাযার নামাজের নিয়ম  ভালো ভাবে  জেনে জানাযার নামাজ আদায়  করুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *